Medhashree Scheme: রাজ্য সরকারের চালু করা নতুন স্কিম থেকে পড়ুয়াদের একাউন্ট এ ঢুকছে ৮০০ টাকা! কারা কারা পাবেন জেনে নিন।

রাজ্যের পড়ুয়াদের স্বার্থে রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন স্কিম গুলির মধ্যে মেধাশ্রী প্রকল্পটি (Medhashree Scheme) ও অন্যতম। যার মাধ্যমে পড়ুয়ারা মাথা পিছু ৮০০ টাকা করে পাবে।

রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বহু ধরণের বৃত্তি চালু করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ২০২৩ সালে আলিপুর দুয়ারে একটি জন সভায় এই এই স্কিমটির নাম ঘোষণা করেছিলেন। যে স্কিম টি হলো মেধাশ্রী প্রকল্প (Medhashree Scheme)। নির্দিষ্ট সম্প্রদায়ের মেধাবী পড়ুয়ারা এই স্কিম এর মাধ্যমে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন।

সমস্ত যোগ্য পড়ুয়ারা এই বৃত্তির জন্য সঠিক ভাবে আবেদন করলেই টাকা পেতে পারবেন। তবে জানা গেছে ইতি মধ্যে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যোগ্য পড়ুয়ারা এই প্রকল্পে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে পারবে।

মেধাশ্রী প্রকল্পে (Medhashree Scheme) টাকার পরিমান কত:

মাননীয়া মুখ্যমন্ত্রী এই প্রকল্পে (Medhashree Scheme) রাজ্যে প্রায় ২ লক্ষ ৬৫ হাজার ছাত্রছাত্রীদের টাকা দিবেন বলে ঘোষণা করেছেন। প্রতি ছাত্রছাত্রীকে মাথা পিছু ৮০০ টাকা করে প্রদান করা হবে।

২০২৪ শিক্ষা বর্ষের জন্য এই টাকা ইতি মধ্যে মেধাবী পড়ুয়াদের একাউন্ট এ ঢুকতে শুরু হয়ে গেছে । যে সব পড়ুয়া এই টাকা পেয়েছেন তাদের প্রত্যেকের মোবাইল এ একটি SMS গেছে। SMS টি সম্পর্কে আপনাদের অবগত করলাম।

Your claim of Rs. 800 (Scholarships and Stipends) is released from Treasury and is scheduled to be credited to Bank A/C No. XXXXXXXXX1256 on 05/07/2024.WBIFMS.

মেধাশ্রী প্রকল্পে আবেদন করার যোগ্যতা সম্পর্কে জেনে নিন:

এই প্রকল্পে (Medhashree Scheme) আবেদন করার যে যে যোগ্যতা থাকা প্রয়োজন সে গুলি হলো –

পড়ুয়াদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
পড়ুয়াদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পাঠরত থাকতে হবে।
পড়ুয়াদের পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি স্কুলে পড়তে হবে।
পড়ুয়াদের বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
এছাড়া পড়ুয়াদের সংখ্যালঘু বা OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
পড়ুয়ারা যদি পশ্চিমবঙ্গের বাইরে পাঠরত থাকে তাহলে তারা এই রাজ্যের বাসিন্দা হলেও এই প্রকল্পের সুবিধা পাবেন না।

মেধাশ্রী প্রকল্পে আবেদন করার প্রয়োজনীয় নথি পত্র:

এই প্রকল্পে (Medhashree Scheme) আবেদন করার যে যে প্রয়োজনীয় নথিপত্র এর প্রয়োজন সে গুলি হলো –

পশ্চিমবঙ্গে বসবাস করার স্থায়ী প্রমান পত্র।
আধার কার্ড এর জেরক্স।
বর্তমানের পাসপোর্ট সাইজের ফটো
পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র।
শেষ পরীক্ষার মার্কশীট।
সংখ্যা লঘুর সার্টিফিকেট।
পড়ুয়াদের একাউন্ট নম্বর (IFSC কোড সহ)

মেধাশ্রী প্রকল্পে আবেদন করার পদ্ধতি:

এই প্রকল্পে (Medhashree Scheme) আবেদন করতে হলে নিচের দেওয়া পদ্ধতি গুলি মেনে চলুন –

সর্বপ্রথম প্রকল্পটির অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
তারপর সেখানে হোম পেজ প্রদর্শিত হবে।
ওখান থেকে ক্লিক করতে হবে student area বিকল্পে।
তারপর পড়ুয়াদের নতুন নিবন্ধন বিকল্পে ক্লিক করতে হবে।
এবার এপ্লিকেশন ফর্ম খোলার জন্য নিজের জেলা অনুযায়ী লগ ইন করতে হবে।
সমস্ত পড়ুয়াদের প্রাথমিক তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
সর্ব শেষে সাবমিট বাটন এ ক্লিক করতে হবে।

তবে বর্তমানে এই স্কিম এ অফিসিয়াল ওয়েবসাইট সম্পর্কে তেমন কোনো খবর আসেনি। তাই প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই বৃত্তি সম্পর্কে অফিসিয়াল আপডেট এর জন্য প্রতিদিন যেন চেক করা হয়।

আপনার আবেদনটি সঠিকভাবে জমা পড়েছে কিনা কিভাবে জানবেন:

পড়ুয়াদের বৃত্তি র অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা জরুরি।
এবার স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ এ নেভিগেট করতে হবে।
তারপর মেনু থেকে নির্বাচন করতে হবে “Track Application”।
এবার ড্রপ ডাউন মেনু ব্যবহার করে আপনার জেলা নির্বাচন করুন।
তারপর সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর প্রার্থীদের অবশ্যই সাবমিট বাটন এ ক্লিক করতে হবে।
তবেই স্ক্রিন এ এপ্লিকেশনটির স্টেটাস দেখাবে।

অতিরিরিক্ত তথ্য জানার জন্য যোগাযোগের মাধ্যম:

আপনার যদি এই প্রকল্পটির (Medhashree Scheme) সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য জানার দরকার হয় তাহলে নিচের দেওয়া নম্বর এ সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন।

→ টোল-ফ্রি নম্বর: 1800-120-2130
→ অফিসিয়াল ই-মেইল আইডি: mdfc.wb@gmail.com

সর্বশেষে বলা যায় যে রাজ্যের ছেলে মেয়েদের পড়াশুনার উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী বহু বার অনেক ধরণের পদক্ষেপ নিয়েছেন। তার নেওয়া সম্প্রতি মেধাশ্রী প্রকল্প রাজ্যের পড়ুয়াদের মনে খুশির বার্তা বয়ে নিয়ে এসেছে। কারণ এই প্রকল্প থেকে লাভ করা টাকা তারা তাদের পড়াশুনার স্বার্থে ব্যবহার করতে পারবে।

এই ধরনের শিক্ষা সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 

আমাদের Facebook পেজ Follow Us
আমাদের What’s app চ্যানেল Join Us
আমাদের Twitter Follow Us
আমাদের Instagram Join Us
আমাদের YouTube Follow Us
আমাদের LinkedIn Join Us
Google নিউজে ফলো করুন Google NewsFollow Us

Leave a Comment

error: Content is protected !!