দেশে এখনো বহু পরিবারের প্রতিভাশালী মেয়েরা আছে যারা উচ্চ শিক্ষা লাভ করতে পারে না আর্থিক কারণে, তাই এই লিগ্র্যান্ড স্কলারশিপটি (Legrand Scholarship) তাদের পাশে দাঁড়িয়েছে উচ্চ শিক্ষার জন্য।
দেশে এখনো বহু দারিদ্র পরিবার আছে যাদের বাড়ির ছেলে মেয়েরা ইচ্ছে থাকলেও বেশি দূর পড়াশুনা করতে পারে না। কারণ তাদের সেই সামর্থ থাকে না। তবে প্রতিটি ছেলে মেয়ে চায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর নিজের পছন্দ সই বিষয় নিয়ে পড়তে এবং আরো সামনের দিকে এগিয়ে যেতে। সেক্ষেত্রে অনেক সময় পরিবারের আর্থিক সমস্যা তাদের পড়াশুনায় বাধা হয়ে দাঁড়ায়। আবার অনেক পরিবার আছে যারা পড়াশুনা না করিয়ে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। ফলে তাদে ইচ্ছে থাকলেও আর বেশি দূর পড়াশুনা করা হয় না।
বর্তমানে অনেক সংস্থা আছে যারা মেয়েদের অনেক রকম সুযোগ সুবিধা প্রদান করে আসছে। যাতে তারা পড়াশুনার ক্ষেত্রে আগ্রহী হয় এবং ইচ্ছে মতো তাদের পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের আজকের এই প্রতিবেদনে এই রকম একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করবো যেখানে আবেদন করলে মেয়েরা পড়াশুনার খরচ বৃত্তি আকারে পাবে, যাতে তাদের পড়াশুনায় আর্থিক সমস্যা না হয়। আপনিও যদি এই স্কলারশিপ (Legrand Scholarship) সম্পর্কে জানতে চান এবং কিভাবে আবেদন করলে আপনিও এই সুবিধা পাবেন তা জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে বিস্তারিত পড়ুন।
আমরা প্রায় সকলে “Legrand” নামটির সাথে পরিচিত, এটি একটি ইলেকট্রনিক্স কোম্পানির নাম। এই সংস্থাটি একটি নতুন স্কলারশিপ চালু করেছে যার নাম “Legrand empowering scholarship program” এবং এর সহায়তায় থাকবে Buddy4study। এই সংস্থাটি মেয়েদের জন্য ২০২২ সালে এই স্কলারশিপ টি চালু করেছিল প্রতি বছরের ন্যায় এবছর ও স্কলারশিপটির জন্য আবেদন চলছে।
লিগ্র্যান্ড স্কলারশিপটি আবেদনের শেষ তারিখ ও আবেদনের লিংক:
(Legrand Scholarship 2024 last date)
স্কলারশিপটি আবেদনের শেষ তারিখ | ১৫ই জুলাই ২০২৪। |
আবেদনের লিংক | click here for Online Apply |
হোম পেজ | Direct Link |
লিগ্র্যান্ড স্কলারশিপটি থেকে কি কি সুবিধা পাওয়া যেতে পারে:
(Legrand Scholarship benefits)
ছাত্রীরা পড়াশুনা চলা কালীন একাডেমিক কোর্সের বার্ষিক কোর্স ফি এর উপর ৬০% খরচ অথবা ৬০ হাজার টাকা প্রদান করা হয়ে থাকবে। তবে তা মেধাবী ছাত্রীদের জন্য। প্রদান করা এই অর্থ থেকে ছাত্রীরা তাদের কোর্স এর টিউশন ফি, পড়াশুনার বিভিন্ন জিনিস কেনার খরচ থেকে শুরু করে যাবতীয় খরচ করতে পারবে।
লিগ্র্যান্ড স্কলারশিপ (Legrand Scholarship) এ আবেদনের জন্য যোগ্যতা:
(Legrand Scholarship Eligibility)
এই স্কলারশিপ এ আবেদন করতে গেলে যে যে যোগ্যতার প্রয়োজন তা নিম্নে আলোচনা করা হলো –
১ | এই স্কলারশিপ এ আবেদনের জন্য প্রথমত মেয়েদের ভারতীয় নাগরিক হতে হবে। |
২ | দ্বিতীয়ত ছাত্রীদের যে কোনো একটি বিষয় যেমন B.Arch/BBA/B.COM/B.Tech/BE/B.SC (Math o Science) গ্রাজুয়েট লেভেল এ পাঠরত থাকতে হবে। |
৩ | চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে। |
৪ | মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে ছাত্রীদের ৭০% নম্বর রাখতে হবে। |
৫ | ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে। |
লিগ্র্যান্ড স্কলারশিপ এ আবেদনের জন্য কি কি নথিপত্রের প্রয়োজন?
এই স্কলারশিপ এ আবেদন করতে গেলে যে যে ডকুমেন্টস এর প্রয়োজন তা নিম্নে আলোচনা করা হলো –
১ | আধার কার্ড (Adhar Card)। |
২ | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশীট এর কপি। |
৩ | পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র। |
৪ | বয়সের প্রমান পত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড। |
৫ | আবেদন কারীর পাসপোর্ট সাইজের ফটো। |
৬ | এছাড়া ও ২০২৪ সালের কলেজ হোক কিংবা ইউনিভার্সিটি হোক সেখানকার ভর্তির সমস্ত কাগজপত্র, ভর্তি ফি এর পেমেন্ট সহ ইত্যাদি। |
অনলাইনে লিগ্র্যান্ড স্কলারশিপ এ আবেদনের পদ্ধতি সম্পর্কে জানুন:
(how to apply Legrand Scholarship in online)
এই স্কলারশিপ এ অনলাইনে আবেদন করতে গেলে নিচের ধাপ গুলি অনুসরণ করতে হবে –
১ | এই স্কলারশিপ এ আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (https://legrandscholarship.co.in/) এ যেতে হবে। |
২ | তারপর “Legrand Empowering Scholarship Program 2024-25″ স্কলারশিপ সেকশন এ গিয়ে Apply now বাটন এ ক্লিক করতে হবে। |
৩ | তারপর “Start application button” বাটন এ যেতে হবে এবং সেখানে ক্লিক করে ফরম ফিলাপ শুরু করতে হবে। |
৪ | সবশেষে ফরম টি আবির্ভুত হওয়ার পর আপনার সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। |
৫ | আপলোড করা শেষ হলে আপনার ফরম ফিলাপটি সম্পূর্ণ হবে। |
এই ধরনের শিক্ষা সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন