বিগত মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন পদ্ধতিটি ছিল দীর্ঘমেয়াদি। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ অনলাইন রেজিস্ট্রেশন (Madhyamik Online Registration) পদ্ধতি চালু করায় উপকৃত সমস্ত পড়ুয়ারা।
চলে আসা প্রথা অনুযায়ী মাধ্যমিকের রেজিস্ট্রেশন (Madhyamik Online Registration) হয়ে থাকে নবম শ্রেণীতে এবং এই সমস্ত রেজিস্ট্রেশনের দায়িত্ব থাকে স্কুলের উপর। এতো দিন পর্যন্ত অফলাইনে রেজিস্ট্রেশন ফর্ম তুলে, তা পূরণ করে এবং ছাত্র ছাত্রীদের ফটো যুক্ত করে রেজিস্ট্রেশন হয়ে থাকতো। তবে বর্তমানে এই রেজিস্ট্রেশন নিয়ে একটি বড়ো সিদ্ধান্ত নিলো মধ্য শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে ১১ই জুলাই নবম শ্রেণীর রেজিস্ট্রেশন হবে অনলাইনে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
এবার থেকে নবম শ্রেণীতে মাধ্যমিকের রেজিস্ট্রেশন হবে অনলাইনে (Madhyamik Online Registration):
বর্তমান বছরে মাধ্যমিকের রেজিস্ট্রেশন অর্থাৎ যে সমস্ত পড়ুয়ারা ২০২৬ সালে বোর্ড এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন হবে অনলাইনে (Madhyamik Online Registration)। বর্তমান দিনে সমস্ত ধরণের কাজ অনলাইনে হয়ে থাকে। তাই রেজিস্ট্রেশন টাও আর বাকি থাকবে কেন। তাই মধ্যশিক্ষা পর্ষদের নেওয়া এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সবার জন্য সুবিধা জনক হবে বলে আশা করা হচ্ছে।
আজ পর্যন্ত এই মাধ্যমিকের রেজিস্ট্রেশন পদ্ধতিটি ছিল দীর্ঘ মেয়াদি। প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প থেকে স্কুলগুলিকে ফর্ম সংগ্রহ করতে হতো, তারপর সেই ফর্ম সঠিকভাবে পূরণ করতে হতো, রেজিস্ট্রেশনের ফী জমা করতে হতো, আবার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তা সংশোধন করতে হতো। এই সব কিছু মিলিয়ে মাধ্যমিকে রেজিস্ট্রেশন যেন একটি দীর্ঘ মেয়াদি ব্যাপার ছিল। তবে আশা করা যাচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এতো ঝামেলা থাকবে না।
মাধ্যমিকের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কি কি সুবিধা পেতে পারেন সে সম্পর্কে জেনে নিন:
এখন থেকে মাধ্যমিকে রেজিস্ট্রেশন (Madhyamik Online Registration) এ এতো ধাপ অবলম্বন করতে হবে না। সরাসরি অনলাইন পোর্টাল এর মাধ্যমে ডিজিটাইজ ভাবে রেজিস্ট্রেশন হবে। এরই সাথে বলা যায় যে উচ্চ মাধ্যমিক সংসদ ইতি মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া টি আগেই চালু করে দিয়েছে। এবং যথেষ্ট সফলতা ও পেয়েছে।
সমস্ত পড়ুয়ারা তাদের তথ্য স্কুলের কাছে জমা করবে এবং বাকি সমস্ত পদ্ধতিটা স্কুল দেখে নেবে। শুধু তাই নয় পড়ুয়ারা চাইলে অনলাইনে তাদের রেজিস্ট্রেশন (Madhyamik Online Registration) ফরমটি চেক করতে পারবে। এবং যদি স্কুল কোনো ভুল তথ্য দিয়ে থাকে তাহলে তা সংশোধনের জন্য আবেদন করতে পারবে। এই সমস্ত প্রক্রিয়াটি ট্রান্সপারেন্ট ভাবে হবে।
মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন রেজিস্ট্রেশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিম্নে ডাউনলোড করুন:
বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Download Notification |
অন্যান্য আপডেটর জন্য ভিজিট করুন | WBBSE.WB.GOV.IN |
হোম পেজ | Direct Link |
মাধ্যমিক রেজিস্ট্রেশন ফর্ম ২০২৫ অনলাইনে পূরণ করার পদ্ধতি:
(Madhyamik Online Registration)
মাধ্যমিক রেজিস্ট্রেশন ফর্ম অনলাইনে পূরণ করার জন্য যে ধাপ গুলি অনুসরণ করতে হবে তা নিম্নে আলোচনা করা হলো – | |
2 | সর্বপ্রথম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট – wbbse.org তে যেতে হবে। |
3 | তারপর যে হোম পেজটি আসবে তাতে “ডাউনলোড” অপশনটি দেখতে পাবেন। |
4 | এবার সেখান থেকে প্রয়োজনীয় ফর্ম লিঙ্ক নির্বাচন করুন। |
5 | লিংক নির্বাচন করার পর পশ্চিমবঙ্গ দশম রেজিস্ট্রেশন ফর্ম স্ক্রিনে দেখা যাবে। |
6 | সর্বশেষে নিবন্ধন ফর্ম জমা দেওয়ার জন্য সমস্ত বাধ্যতামূলক বিবরণ ডাউনলোড করুন এবং সম্পূর্ণ করুন। |
WBBSE মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
WBBSE মাধ্যমিক পরীক্ষা অফলাইনে সংঘটিত হয় এবং ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। WB মাধ্যমিক পরীক্ষা 2025-এ উপস্থিত হওয়ার সময় শিক্ষার্থীরা নীচে তালিকাভুক্ত তথ্যগুলি অবশ্যই মেনে চলতে হবে।
- পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে সেন্টারে ঢোকার আগে তাদের পরিচয়ের প্রমান পত্র হিসেবে প্রবেশপত্রকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে সমস্যা হতে পারে।
- পরীক্ষা সেন্টারে পড়ুয়াদের অনেক রকম ঝামেলায় পড়তে হয়, তাই সমস্ত রকম ঝামেলা এড়াতে হাতে সময় নিয়ে যাওয়া উচিত, অর্থাৎ কমপক্ষে 10 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো উচিত।
- পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা বোর্ড এর পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক পড়ুয়াদের ৭ টি বিষয়ে পরীক্ষায় বসতে হবে (যদি কারুর অতিরিক্ত বিষয় থাকে তাহলে আটটি পরীক্ষায় বসতে হবে)।
- মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষাগুলিতে প্রতিটি বিষয়ে ১০০ নম্বর করে বরাদ্দ থাকে। যার মধ্যে ৯০ নম্বর থাকে লিখিত পরীক্ষার উপর এবং বাকি ১০ নম্বর থাকে মৌখিক পরীক্ষার উপর।
- WBBSE বোর্ড সাধারণত তাদের পরীক্ষা শুরু হওয়ার ১০ দিনের মধ্যে তার সমস্ত বিষয় পরীক্ষা শেষ করে।
এই ধরনের শিক্ষা সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন