দেশে দরিদ্র মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ এর মাধ্যমে সাহায্য করে আসছে সরকার। কেন্দ্র সরকারের সেই রকম একটি স্কলারশিপ হলো NMMSE Scholarship।
সরকার দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য অনেক ধরণের স্কলারশিপ এর ব্যবস্থা করেছে। সেই রকমই কেন্দ্র সরকারের একটি অন্যতম স্কলারশিপ হলো ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ। ইতি মধ্যে এই স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই স্কলারশিপ এর মাধ্যমে দূরস্থ ছাত্র ছাত্রীরা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি বছর ১২ হাজার টাকা করে স্কলারশিপ পাবে। এটি ছাত্র ছাত্রীদের জন্য একটি অত্যন্ত খুশির খবর। সরকারের পক্ষ থেকে মেধাবী পড়ুয়াদের এই টাকা প্রদান করার মূল কারণ হলো পড়ুয়ারা যাতে তার প্রয়োজন মতো বই খাতা কিনতে পারে এবং পড়াশুনার খরচ চালাতে পারে।
আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানবো কারা কারা এই স্কলারশিপ এ আবেদন করার যোগ্য, কিভাবে এই স্কলারশিপ এ আবেদন করা যাবে। এবং আবেদন করার জন্য কি কি নথি পত্র লাগবে ইত্যাদি।
ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ (NMMSE Scholarship) সম্পর্কে কিছু তথ্য:
এই স্কলারশিপ টি পরিচালনা করা হয় মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে শিক্ষা স্বাক্ষরতা বিভাগ দ্বারা। এই স্কলারশিপ টির সম্পূর্ণ নাম হলো National Means Cum Merit Scholarship অর্থাৎ NMMSE Scholarship। এই স্কলারশিপ এর জন্য পরীক্ষা নেওয়া হয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের। এবং এই পরীক্ষার মেরিট লিস্ট এর ভিত্তিতে আগামী চার বছর পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করে সরকার।
NMMSE Scholarship এ কত টাকা প্রদান করা হবে পড়ুয়াদের?
এই স্কলারশিপ এর পরীক্ষায় অষ্টম শ্রেণীতে যে সব পড়ুয়ারা উত্তীর্ণ হয় সরকার তাদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ চার বছর ১২ হাজার টাকা করে দিয়ে থাকে। এই চার বছরে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এর মাধ্যমে মোট ৪৮ হাজার টাকা পেয়ে থাকে।
NMMSE Scholarship এ আবেদন করতে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন?
এই স্কলারশিপ এ আবেদন করতে পড়ুয়াদের যে যে যোগ্যতা থাকতে হবে সেগুলি নিম্নে আলোচনা করা হলো –
১) | পড়ুয়াদের অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকারি স্কুলে পাঠরত থাকতে হবে। |
২) | পড়ুয়াদের আগের পরীক্ষায় অর্থাৎ সপ্তম শ্রেণীর পরীক্ষায় অবশ্যই ৫৫% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তবে এক্ষেত্রে ST SC পড়ুয়াদের বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। |
৩) | আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় অবশ্যই ৩ লক্ষ ৫০ হাজার টাকার নিচে থাকতে হবে। |
NMMSE Scholarship এ অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন?
এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পড়ুয়াদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং এই আবেদন পদ্ধতি সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
১) রেজিস্ট্রেশন করার পদ্ধতি:
১.১ সর্বপ্রথম পড়ুয়াদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
১.২ এরপর প্রয়োজনীয় তথ্যাবলী যেমন নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর ও ইমেইল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
১.৩ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন পড়ুয়াদের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। যার দ্বারা পড়ুয়ারা পরবর্তী ক্ষেত্রে লগ ইন করতে পারবে।
২) অনলাইনে আবেদন পদ্ধতি:
২.১ এর পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে সম্পূর্ণ আবেদন পত্রটি স্ক্রিন এ দেখা যাবে।
২.২ এখানে কিছু তথ্যাবলী প্রদান করতে হবে। যেমন আধার নম্বর, স্কুলের বিবরণ, সপ্তম শ্রেণীর রেজাল্ট, আবেদন কারীর বসবাসের ঠিকানা এছাড়াও আবেদনকারীর সম্পর্কে আরো কিছু তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
২.৩ সবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে এবং তার সাথে আবেদন পত্রের প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) নথিপত্র আপলোড করার পদ্ধতি:
৩.১ পড়ুয়ারা আবেদন পত্রের যে প্রিন্ট আউট বের করেছে তাতে স্কুলের প্রধান শিক্ষকের সই করিয়ে সেটি আবার আপলোড করতে হবে।
৩.২ কোনো পড়ুয়ার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটিও আপলোড করতে হবে।
এই ধরনের শিক্ষা সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন