TATA Pankh Scholarship: টাটার এই স্কলারশিপ এ সমস্ত পড়ুয়া পাবে ১২ হাজার টাকা! এখুনি আবেদন করুন।

টাটা গ্রুপ সর্বদা মানুষের স্বার্থে এগিয়ে আছে। সমরূপে এবার ছাত্রছাত্রীদের পড়াশুনার ইচ্ছে পূরণে চালু করলো টাটা পাঙ্খ স্কলারশিপ (TATA Pankh Scholarship)

প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে স্কলারশিপ মানেই আনন্দের খবর। সমস্ত স্কুল এবং কলেজ ছাত্র ছাত্রীদের জন্য একটি দুর্দান্ত স্কলারশিপ (TATA Pankh Scholarship) এর সুখবর রয়েছে! ২০২৪ – ২৫ শিক্ষাবর্ষে শুরু হলো টাটা স্কলারশিপ ২০২৪। যেখানে ইতিমধ্যে আবেদন করা শুরু হয়ে গেছে। দেশের অন্যতম সমচেয়ে বড়ো, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য টাটা গ্রুপের পক্ষ থেকে প্রতি বছর ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে এই স্কলারশিপ।

তবে এই স্কলারশিপ (TATA Pankh Scholarship) এর জন্য কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করা যাবে এবং কি কি নথি পত্র লাগবে এ সমস্ত কিছু জেনে রাখা প্রয়োজন। তার জন্য আমাদের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। এছাড়া এই প্রতিবেদনের শেষে ছড়াছাত্রীদের সুবিধার জন্য সরাসরি আবেদনের লিংক দেওয়া থাকবে।

টাটা স্কলারশিপ (TATA Pankh Scholarship) আসলে কি সে সম্পর্কে জেনে নিন:

টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪। ভারতে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে আর্থিক সাহায্য প্রদানের জন্য টাটা গ্রুপের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশুনার প্রতি উদ্যোগী হবে বলে আশা করা যায়।

এই স্কলারশিপ এর আসল উদ্দেশ্য হলো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ এবং আন্ডার গ্রাজুয়েট জেনারেল কলেজ ছাত্রদের আর্থিক সাহায্য প্রদান করা। যাতে তারা তাদের পড়াশুনা ইচ্ছেমতো চালিয়ে নিয়ে যেতে পারে এবং ভবিষ্যত গড়তে পারে। টাটা গ্রুপের পক্ষ থেকে চালু করা এই স্কলারশিপ এর মাধ্যমে ছাত্র ছাত্রীরা ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারবে।

টাটা স্কলারশিপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

১) বৃত্তির নাম: টাটা ক্যাপিটাল স্কলারশিপ (TATA Pankh Scholarship)
২) বৃত্তির ধরণ: প্রাইভেট কোম্পানি স্কলারশিপ।
৩) সংস্থার নাম: টাটা ক্যাপিটাল লিমিটেড অথবা টাটা গ্রুপ।
৪) যোগ্য শ্রেণী: একাদশ ও দ্বাদশ শ্রেণী, কলেজ পড়ুয়া ও ডিপ্লোমা ছাত্র ছাত্রীরা।
৫) মার্কস প্রয়োজন: আগের পরীক্ষায় ৬০% বা তার সমতুল্য গ্রেড।
৬) আবেদন মোড: অনলাইন
৭) টাকার পরিমান: ১০,০০০ থেকে ১২,০০০ টাকা।
৮) অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৫ই সেপ্টেম্বর ২০২৪।

টাটা স্কলারশিপ এ আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন সে সম্পর্কে জানুন:

এই স্কলারশিপ (TATA Pankh Scholarship) এ আবেদন করার জন্য যে যে যোগ্যতা থাকা প্রয়োজন তা নিচে আলোচনা করা করা হলো –

  • ছাত্রছাত্রীদের এবং তাদের পরিবারকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • প্রত্যেক ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
  • ছাত্রছাত্রীদের অবশ্যই আগের পরীক্ষায় ৬০% এর বেশি নম্বর পেতে হবে।
  • যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এ আবেদন করবে তাদের অবশ্যই কোনো সরকারি স্কুল বা কলেজ অথবা কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা চালিয়ে যেতে হবে।

টাটা স্কলারশিপ এ কারা কারা আবেদন করতে পারবেন সে সম্পর্কে জানুন:

এই স্কলারশিপ এ আবেদন করতে হলে ছাত্র ছাত্রীদের নিম্ন লিখিত কোর্স গুলির মধ্যে একটি তে ভর্তি হতে হবে। যেমন –

মাধ্যমিক পাশ বা উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে।
জেনারেল আন্ডার গ্রাজুয়েট কোর্স এবং ডিপ্লোমা কারী ছাত্রছাত্রীরা ও এই স্কলারশিপ এ আবেদন করতে পারবে।

টাটা স্কলারশিপ এ পড়ুয়ারা কত টাকা ও কি কি সুবিধা পাবে সে সম্পর্কে জেনে নিন:

১) টাটা স্কলারশিপ থেকে নির্বাচিত হওয়া ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনার খরচ বাবদ ৮০% টাকা পাবে। এছাড়াও তারা টিউশন ফী বা কলেজ ফীর টাকা পাবে।

২) যাদের কলেজ ফী এর চেয়ে বেশি তারা সর্বোচ্চ ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত অন্যদান পাবে।

শ্রেণী ও কোর্সের বিবরণটাকার পরিমান
মাধ্যমিক পাশ ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদেরদশ হাজার টাকা।
সাধারণ কলেজ পড়ুয়া ও ডিপ্লোমা কারী ছাত্র ছাত্রীবার হাজার টাকা।

এছাড়াও এই স্কলারশিপ (TATA Pankh Scholarship) এর মাধ্যমে পড়াশুনা ও মেন্টরশীপ এর জন্য বিষের সুযোগ সুবিধা রয়েছে।

টাটা স্কলারশিপ এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথি পত্র:

১) মার্কশীট বা গ্রেড কার্ড।
২) একাডেমিক সার্টিফিকেট বা টিউশন ফী পেমেন্ট এর রশিদ, আইডি কার্ড।
৩) আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড।
৪) ইনকাম সার্টিফিকেট।
৫) ছাত্র ছাত্রীদের ব্যাংকার পাস বই।
৬) পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
৭) জাতিগত শংসাপত্র বা প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।

টাটা স্কলারশিপ এ অনলাইনে আবেদনের পদ্ধতি:

এই স্কলারশিপ (TATA Pankh Scholarship) এ আবেদন করতে গেলে নিচের ধাপ গুলি অনুসরণ করতে হবে –

  • প্রথমে আবেদনের জন্য buddy4study প্লাটফর্মে নিজের প্রোফাইল বানাতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর পড়ুয়াদের কোর্স অনুযায়ী বৃত্তির শ্রেণী নির্বাচন করতে হবে।
  • সেখান থেকে তারপর Apply now বাটন এ ক্লিক করতে হবে।
  • এবং নিজের যাবতীয় একাডেমিক ডিটেলস সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • ফর্ম Fill Up হওয়ার পর আপনার নথিপত্রিগুলি pdf ফরমেট এ আপলোড করতে হবে।
  • এই সমস্ত কাজ সম্পন্ন হলে এপ্লিকেশন ফরমটি পুনরায় যাচাই করে দেখে নেবেন, ভুল থাকলে সংশোধন করবেন না হলে সাবমিট করবেন।

আবেদন পত্রটি জমা দেওয়ার পর আপনি ইমেইল আইডি তে একটি এপ্লিকেশন আইডি নম্বর পাবেন। যেটি আপনাকে পরবর্তী ক্ষেত্রে আপনার স্কলারশিপ এর স্টেটাস চেক করতে সাহায্য করবে।

টাটা স্কলারশিপ এ অনলাইনে আবেদনের শেষ তারিখ:

এই স্কলারশিপ (TATA Pankh Scholarship) এ আবেদনের শেষ তারিখ হলো ১৫ই সেপ্টেম্বর ২০২৪। এই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে পড়ুয়ারা।

স্কলারশিপটি আবেদনের শেষ তারিখ১৫ই সেপ্টেম্বর ২০২৪।
আবেদনের লিংকclick here for Online Apply
হোম পেজDirect Link

এই ধরনের শিক্ষা সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 

আমাদের Facebook পেজ Follow Us
আমাদের What’s app চ্যানেল Join Us
আমাদের Twitter Follow Us
আমাদের Instagram Join Us
আমাদের YouTube Follow Us
আমাদের LinkedIn Join Us
Google নিউজে ফলো করুন Google NewsFollow Us

Leave a Comment

error: Content is protected !!