এবার ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য প্রদানে এগিয়ে এলো ভালভলিন কোম্পানি। Valvoline Muskaan Scholarship এর মাধ্যমে পড়ুয়ারা পাবে ১২ হাজার টাকা।
ভারতের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হলো নতুন আরো একটি স্কলারশিপ। ভারতের নিম্ন থেকে মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের পারিবারিক প্রতিকূলতা কাটিয়ে উঠে পড়াশুনার আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভালভলিন সংস্থার মুসকান স্কলারশিপ ২০২৪ (Valvoline Muskaan Scholarship)। যাতে দেশের কোনো দরিদ্র মেধাবী পড়ুয়াকে তাদের আর্থিক দুরাবস্থার জন্য পড়াশুনায় পিছিয়ে পড়তে না হয় অর্থাৎ তাদের শিক্ষা গ্রহণে কোনোরূপ বাধা না আসে। এই স্কলারশিপ টি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
ভালভলিন মুস্কান স্কলারশিপ (Valvoline Muskaan Scholarship) আসলে কি?
আমরা অনেকেই ভালভলিন কোম্পানির নাম শুনেছি। সাধারণত এই কোম্পানি বাইক এবং ইঞ্জিন সংক্রান্ত অয়েল এর ক্ষেত্রে ট্রেড করে। এই কোম্পানির ব্র্যান্ড আম্বাসাডর ছিলেন বিরাট কোহলি। এই কোম্পানি থেকে বর্তমানে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশুনায় সহযোগিতা করার উদ্দেশ্যে মুসকান স্কলারশিপ টি চালু করা হয়েছে।
এই স্কলারশিপ টি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিম্নে দেওয়া হলো:
১) স্কলারশিপ টির সম্পূর্ণ নাম : মুস্কান স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪।
২) আবেদনের জন্য যোগ্যতা : বিগত শিক্ষা বর্ষে ৬০% বা তার অধিক নম্বর রাখা জরুরি।
৩) আবেদন করার শেষ তারিখ: বর্তমানে এখনো প্রকাশ হয় নি।
৪) স্কলারশিপ এ টাকার পরিমান: বার্ষিক ১২ হাজার টাকা করে।
ভালভলিন মুস্কান স্কলারশিপটিতে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে:
এই স্কলারশিপটিতে আবেদনের জন্য যে যে যোগ্যতার প্রয়োজন তা নিম্নে আলোচনা করা হলো –
- এই স্কলারশিপ এ আবেদন করতে পারবে শুধু মাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীরা।
- যোগ্য পড়ুয়াকে তার বিগত ক্লাসের পরীক্ষায় অবশ্যই ৬০% বা তার বেশি নম্বর রাখতে হবে।
- পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না।
- এছাড়া যাদের পিতামাতা মেকানিক, গাড়ির ড্রাইভার বা ইঞ্জিন সংক্রান্ত কাজকর্ম করেন তাদের সন্তানরা অগাধিকার পাবে।
ভালভলিন মুস্কান স্কলারশিপটিতে পড়ুয়ারা কত টাকা করে পাবে?
মুস্কান স্কলারশিপটিতে (Valvoline Muskaan Scholarship) আবেদন করলে এবং সেই আবেদনটি যদি সফল হয়ে থাকে তাহলে পড়ুয়ারা প্রতি বছর ১২ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে থাকবে।
পড়ুয়ারা তাদের এই স্কলারশিপ এর টাকা বিভিন্ন রকম একাডেমিক কাজে খরচ করতে পারবে। যেমন টিউশন ফী, পড়াশুনার যাবতীয় সরন্জাম, ইউনিফর্ম ইত্যাদি ক্ষেত্রে।
ভালভলিন মুস্কান স্কলারশিপটিতে আবেদনের জন্য কি কি নথিপত্রের প্রয়োজন?
এই স্কলারশিপটিতে (Valvoline Muskaan Scholarship) আবেদনের জন্য যে যে নথিপত্রের প্রয়োজন তা নিম্নে আলোচনা করা হলো –
A | ভোটার কার্ড বা আধার কার্ড (পড়ুয়ার নিজস্ব পরিচয়পত্র হিসেবে)। |
B | বর্তমান শিক্ষাবর্ষের পড়ুয়াদের ভর্তির রশিদ (শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির রশিদ / বোনাফাইড সার্টিফিকেট / প্রতিষ্ঠানের পরিচয়পত্র)। |
C | বিগত ক্লাসের মার্কশিট ও সার্টিফিকেট। |
D | প্রার্থীর পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট (Income certificate)। |
E | অভিভাবকের পেশার প্রমাণপত্র। |
F | আবেদনকারীর ব্যাঙ্কের পাসবুকের জেরক্স (First page)। |
G | পাসপোর্ট সাইজের রঙিন ফটো (color passport size photo)। |
H | স্থানীয় এলাকার বসবাসের প্রমাণপত্র (Residential certificate)। |
ভালভলিন মুস্কান স্কলারশিপটিতে অনলাইনে আবেদনের পদ্ধতি সম্পর্কে জানুন:
(Valvoline Muskaan Scholarship apply online)
এই স্কলারশিপটিতে অনলাইনে আবেদন করতে গেলে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে।
- সর্বপ্রথম এই স্কলারশিপ এ আবেদন করার জন্য স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে এ যেতে হবে (http://muskaan.valvolinecummins.com/)।
- এবার যে নতুন পেজ টি আপনার সামনে আসবে সেখানে Start application বাটন এ ক্লিক করতে হবে।
- তারপর আপনার সামনে একটি আবেদন পত্র আসবে সেটি সঠিক ভাবে পূরণ করুন।
- এবার এপ্লিকেশন ফরমটি সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে আপনাকে প্রয়োজনীয় নথি পত্র আপলোড করতে হবে।
স্কলারশিপ টির হেল্প লাইন নম্বর সম্পর্কে বিস্তারিত জেনে নিন:
এই স্কলারশিপটিতে (Valvoline Muskaan Scholarship) আবেদন করতে গেলে যদি পড়ুয়াদের কিছু জানার থাকে তাহলে তারা হেল্প লাইন নম্বর এ যোগাযোগ করতে পারে। তবে ফোন করতে হবে অফিসিয়াল সময় দেখে। হেল্প লাইন নম্বর টি হলো ৮৪৪৭৭৩৩২৬৩।
সর্বশেষে বলা যায় যে, এটি একটি প্রাইভেট কোম্পানির স্কলারশিপ। তাই আমরা আমাদের ক্ষমতার মধ্যে সমস্ত রকম তথ্য আপনাদের সাহায্যের জন্য আজকের এই প্রতিবেদনে উল্লেখ করলাম। তবে সমস্ত রকমের পড়ুয়ারা এই স্কলারশিপ থেকে কতটা সাহায্য পেতে পারবে সে বিষয়ে আমরা পুরোপুরি নিশ্চিত নই। আমাদের লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের সচলারশিপটির সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানানো। যাতে তারা এই স্কলারশিপ এর সুযোগ সুবিধা নিতে পারে।
এই ধরনের শিক্ষা সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন