মেধাশ্রী প্রকল্পে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন?

www.ichchekutum.in

এই প্রকল্পে (Medhashree Scheme) আবেদন করতে হলে দেওয়া পদ্ধতি গুলি মেনে চলুন -

সর্বপ্রথম প্রকল্পটির অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

তারপর সেখানে হোম পেজ প্রদর্শিত হবে।

ওখান থেকে ক্লিক করতে হবে student area বিকল্পে।

তারপর পড়ুয়াদের নতুন নিবন্ধন বিকল্পে ক্লিক করতে হবে।

এবার এপ্লিকেশন ফর্ম খোলার জন্য নিজের জেলা অনুযায়ী লগ ইন করতে হবে।

সমস্ত পড়ুয়াদের প্রাথমিক তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

সর্ব শেষে সাবমিট বাটন এ ক্লিক করতে হবে।