দেশে এখনো বহু দারিদ্র পরিবার আছে যাদের বাড়ির ছেলে মেয়েরা ইচ্ছে থাকলেও বেশি দূর পড়াশুনা করতে পারে না।
কারণ তাদের সেই সামর্থ থাকে না। তবে প্রতিটি ছেলে মেয়ে চায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর নিজের পছন্দ সই বিষয় নিয়ে পড়তে এবং আরো সামনের দিকে এগিয়ে যেতে।
বর্তমানে অনেক সংস্থা আছে যারা মেয়েদের অনেক রকম সুযোগ সুবিধা প্রদান করে আসছে।
এই স্কলারশিপ এ আবেদন করতে গেলে যে যে যোগ্যতার প্রয়োজন তা আলোচনা করা হলো -
এই স্কলারশিপ এ আবেদনের জন্য প্রথমত মেয়েদের ভারতীয় নাগরিক হতে হবে।
দ্বিতীয়ত ছাত্রীদের যে কোনো একটি বিষয় যেমন B.Arch/BBA/B.COM/B.Tech/BE/B.SC (Math o Science) গ্রাজুয়েট লেভেল এ পাঠরত থাকতে হবে।
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে।
মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে ছাত্রীদের ৭০% নম্বর রাখতে হবে।