Heart Failure: বর্তমান দিনে হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। হৃদরোগ গুলির মধ্যে হার্ট ফেলিওর হলো একটি অন্যতম রোগ।
বর্তমান দিনে মানুষের রোগের শেষ নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বহু মানুষ এখন হৃদ রোগে আক্রান্ত। হৃদ রোগীদের সংখ্যা দিন দিন যেন বেড়েই চলেছে এবং এই হৃদরোগটি হল এক প্রকার জটিল রোগ। যা মানুষের জীবনহানি পর্যন্ত ঘটাতে পারে। অস্বাস্থ্যকর জীবন যাপন, পুষ্টিকর খাওয়ার না খাওয়া, অত্যাধিক টেনশন ইত্যাদি কারণে হার্টফেলিওর হতে পারে।
হৃদরোগ একটি অন্যতম জটিল রোগ। যা নিয়ে বর্তমানে মানুষের চিন্তার শেষ নেই তাই আজকে আমাদের এই প্রতিবেদনের আলোচ্য বিষয় হলো এই হৃদ রোগ কেন হয়ে থাকে এবং যদি হয় তাহলে আমাদের করণীয় বিষয় কি সে বিষয়ে বিস্তারিত জানা। তার জন্য আমরা সাহায্য নিয়েছি বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুর রহমান ফারুক যিনি একজন মেডিনোভা মেডিকেল সার্ভিসেস হৃদরোগ বিশেষজ্ঞ।
আমরা জানি আমাদের শরীরের অন্যতম একটি অঙ্গ হল হৃদপিণ্ড। এই হৃদ যন্ত্রের কার্যক্ষমতা অনেক, এটি রক্ত পাম্প করে পুরো শরীরে রক্তের মাধ্যমে অক্সিজেন ও খাবার পৌঁছে দেয়। যদি কোন কারনে এই অক্সিজেন ও খাবার পৌঁছে দেওয়ার ক্ষমতা প্রয়োজনের তুলনায় অনেকটা কমে যায় তাহলে হার্ট ফেলিওর হতে পারে। তাই সবসময় আমাদের সাবধান থাকা উচিত।
হৃদরোগীদের (Heart Failure) কি কি ধরনের খাবার খাওয়া উচিত?
হার্ট ফেইলিউর রোগীরা প্রায় সমস্ত ধরনের খাবারই পরিমাণ মতো খেতে পারেন। তবে কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন অতিরিক্ত লবণ, অতিরিক্ত জল ও খাওয়ার খাওয়া যাবে না। আর যদি ওই ব্যক্তির ডায়াবেটিস থেকে থাকে তাহলে তা নিয়ন্ত্রণের জন্য নিয়ম মেনে খাবার খেতে হবে।
হার্ট ফেলিওর রোগীদের শরীরে অতিরিক্ত জল বের করার জন্য ডাক্তাররা মূত্রবর্ধক ঔষধ দিয়ে থাকেন। যে কারণবশত রোগীটির শরীর থেকে ইউরিক এসিডের মাত্রা পরপর বৃদ্ধি পেতে থাকে। তাই ইউরিক এসিড যাতে না বাড়ে তার জন্য গরু বা খাসির কলিজা, খাসির মাংস, মাছের ডিম ও অন্যান্য কিছু খাবার খাওয়া চলবে না।
হৃদরোগীদের (Heart Failure) শরীরে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে?
যেহেতু হৃদপিণ্ড আমাদের শরীরের অন্যতম একটি অঙ্গ তাই হার্ট ফেইলিউর রোগীদের অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন ভবিষ্যতে কিডনি নষ্ট হতে পারে, মাথা ঘোরানো ও পড়ে যাওয়া, অন্ত্রের সমস্যা, হঠাৎ মৃত্যু, হাত বা পা প্যারালাইসিস ইত্যাদি রকমের সমস্যা হতে পারে।
হার্ট ফেইলিউর (Heart Failure) ছাড়াও মানুষের আর কি কারনে শ্বাসকষ্ট হতে পারে?
মানুষের শ্বাসকষ্ট হওয়ার পিছনে অনেকগুলি কারণ থাকে। সেটি যে শুধুমাত্র হার্ট ফেলিওরের উপরে নির্ভর করে তেমনটা কিন্তু নয়। অন্যান্য কারণগুলি হলো ফুসফুসের সমস্যা, হার্ট অ্যাটাক, অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা, ঘুম কম হলে বুকে আঘাত লাগলে, হাঁপানি হলে শ্বাসকষ্ট হতে পারে।
সর্বশেষে বলতে পারি যেহেতু হৃৎপিণ্ড আমাদের শরীরের অন্যতম একটি অঙ্গ। তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আমাদের যেন হৃদপিণ্ড কোনরকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আর যদি কোনো কারণে হৃদরোগে আক্রান্ত হয় কোন ব্যক্তি। তাহলে তাকে যথাসম্ভব চিকিৎসা শুরু করতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ মত চলতে হবে।
এই ধরনের তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন