পড়ুয়ারা কোন কলেজ এ এবং কোন কোর্সের ভর্তির জন্য এলোকেট হয়েছে তা জানার জন্য অ্যালোকেশন তালিকা (WBcap Seat Allotment Result) অবশ্যই জরুরি। আর এই লিস্ট প্রকাশিত হতে চলেছে ২০২৪, ১২ই জুলাই ।
গত ৭ই জুলাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজ এর ভর্তি প্রক্রিয়ার আবেদন শেষ হয়েছে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা আবেদন করার সময় সর্বোচ্চ ২৫টি কোর্স ভর্তির জন্য আবেদন করতে পেরেছিলো। তাই সম্প্রতি ছাত্রছাত্রীরা চিন্তায় রয়েছে যে তারা কোন কলেজ ও কোন কোর্স এ পড়ার সুযোগ পাচ্ছে। এটি জানার জন্য যেটা করা অবশ্যই জরুরি তা হলো, ছাত্র ছাত্রীদের মেরিট লিস্ট আর সিট অ্যালোকেশন লিস্ট (WBcap Seat Allotment Result) চেক করতে হবে। তাই প্রত্যেক ছাত্রছাত্রী কে জানতে হবে কিভাবে মেরিট লিস্ট আর সিট অ্যালোকেশন লিস্ট চেক করা হয়। এছাড়া এই লিস্ট গুলি কবে প্রকাশিত হচ্ছে তাও জানতে হবে। তাই আপনাদের স্বার্থে আমাদের এই প্রতিবেদনে উক্ত বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হলো। আপনাদের প্রয়োজন হলে আমাদের এই প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন।
মেরিট লিস্ট ও সিট অ্যালোকেশন লিস্ট (WBcap Seat Allotment Result) প্রকাশের তারিখ সম্পর্কে জেনে নিন:
কোনো পড়ুয়া কলেজ এ ভর্তি হওয়ার জন্য আবেদন করার পর সে কোন কোর্স ও কোন কলেজ পাচ্ছে সেটি নির্ভর করবে মেরিট লিস্ট আর সিট অ্যালোকেশন (WBcap Seat Allotment Result) তালিকার উপর। জানা গেছে যে, ২০২৪, এর ১২ই জুলাই প্রকাশ্যে আসতে চলেছে এই লিস্ট। যা জানা প্রত্যেকটি ছাত্রছাত্রীদের কাছে খুব জরুরি।
কিভাবে সিট অ্যালোকেশন লিস্ট যাচাই করবেন তা জেনে নিন:
ছাত্র ছাত্রীদের এই সিট অ্যালোকেশন (WBcap Seat Allotment Result) তালিকা যাচাই করার জন্য সর্ব প্রথম সেন্ট্রালাইজ এডমিশন পোর্টালে ভিজিট করতে হবে। তারপর সিট এলোটমেন্ট দেখার পর নিজেদের ড্যাশবোর্ড এ লগ ইন করতে হবে। এতদূর সম্পূর্ণ হলে ড্যাশবোর্ডের মধ্যে পড়ুয়ারা নিজেদের রেফারেন্সের পাশে এই সিট অ্যালোকেশন লিস্ট টি দেখতে পাবে। এবার যে কলেজের যে কোর্সের পাশে এলোকেটেড লেখা রয়েছে তা দেখে ছাত্র ছাত্রীদের বুঝে নিতে হবে তারা কোন কলেজ এ কোন কোর্স এ চান্স পেয়েছে।
অ্যালোকেশন তালিকা (WBcap Seat Allotment Result) প্রকাশের পর কিভাবে ভর্তি হবেন সে সম্পর্কে জানুন:
কোনো ছাত্র ছাত্রী যদি তাদের পড়াশুনার জন্য কোনো কলেজ এর কোনো একটি কোর্স এ এলোকেট হয়ে থাকে তাহলে ওই ছাত্রছাত্রী কে এবার ওই কোর্সের ফী পেমেন্ট করে ওই কলেজ এ এডমিশন হতে হবে। আবার যদি কোনো কারণে কোনো ছাত্র ছাত্রী কোর্সের এডমিশন ফী নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না করে তাহলে সে এডমিশন পেজ এর বাইরে চলে যাবে। তাই সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা যেন এডমিশন ফী জমা করে করতি হয়। যদিও তা এলোকেট হওয়ার পর।
ছাত্র ছাত্রীরা কলেজ এ ভর্তি হতে পারবে সিট অ্যালোকেশন (WBcap Seat Allotment Result) লিস্ট প্রকাশের পর আগামী ১২ই জুলাই থেকে ১৮ই জুলাই পর্যন্ত, তবে তার জন্য পড়ুয়াদের এডমিশন ফী জমা করতে হবে। ছাত্র ছাত্রীরা পেমেন্ট করার জন্য নেট ব্যাঙ্কিং, UPI, মোবাইল ব্যাঙ্কিং এগুলি ব্যবহার করতে পারবে, এর জন্য কোনো বাড়তি চার্জ কাটা হবে না। তবে ছাত্র ছাত্রীদের এডমিশন ফী জমা করার আগে সিলেক্ট করতে হবে যে তারা রিজার্ভ না আনরিজার্ভ সিট এ ভর্তি হতে চাইছে। আবার একই সঙ্গে পড়ুয়া টি যদি প্রথম প্রেফারেন্স করা কলেজ এ চান্স না পেয়ে থাকে তাহলে তাকে সিলেক্ট করতে হবে যে, সে প্রথম প্রেফারেন্স আপগ্রেডেশন চায় কিনা।
WBCAP মেধা তালিকা ২০২৪ এর কিছু গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে জেনে নিন:
আবেদনের শুরুর তারিখ | ২৪শে জুন ২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ৭ই জুলাই ২০২৪ |
প্রথম মেধা তালিকা প্রকাশের তারিখ | ১২ই জুলাই ২০২৪ |
আসন নির্বাচনের নিশ্চিতকরণ | ১৩ থেকে ১৮ জুলাই ২০২৪ পর্যন্ত |
২য় মেধা তালিকা প্রকাশের তারিখ | ৮ই আগস্ট ২০২৪ |
ভর্তি সংক্রান্ত হেল্প লাইন নম্বর গুলি সম্পর্কে জানুন:
যে কোনো কলেজ এ এডমিশন নেওয়ার সময় এবং কোর্সের এডমিশন ফী জমা করার সময় কোনো রকম যদি অসুবিধা বা সমস্যা হয়ে থাকে তাহলে পড়ুয়ারা তাদের সমস্যার সমাধান জেনে নিতে পারবে হেল্প লাইন নম্বর এ কল করে। এটি সম্পূর্ণ টোল ফ্রি। এই এডমিশন সংক্রান্ত টোল ফ্রি নম্বর হলো ১৮০০১০২৮০১৪ এবং ইমেল support@wbcap.in, query@wbcap.in, writeto@wbcap.in ।
এই ধরনের শিক্ষা সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন